কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রি মাদ্রাসায় নবীনবরণ ও ছবক অনুষ্ঠিত
ভ্রাম্যমান প্রতিনিধি, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ ও ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে মাদ্রাসার হল রুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মুহা. আনওয়ারুল হক এবং সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক (বাংলা) ও সারসা বার্তার কালিগঞ্জ প্রতিনিধি মো. নুরুল আমিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও রোকেয়া মুনসুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. মোশাররফ হোসাইন চৌধুরী।
এছাড়া উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মো. আমজাদ হোসেন, মো. জুবাইর ইসলাম, মো. মিজানুর রহমান, প্রভাষক মিনহাজুর রহমান সাকিব, আরিফ বিল্লাহ, সহকারী শিক্ষক ও বিষ্ণুপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. নুর ইসলাম, সহকারী শিক্ষক আসাদুল্লাহ, আইনুল ইসলাম, শিরিনা পারভীন, সাকিলা খাতুন, সহকারী মৌলভী সুমাইয়া, সালমা খাতুন, ইবতেদায়ী শিক্ষক ক্বারী মোবারক হোসেন ও আহছান হাবীবসহ সকল শিক্ষক-শিক্ষার্থী।
এসময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে নবীনদের উদ্দেশ্যে ছবক প্রদান করেন অধ্যক্ষ মুহা. আনওয়ারুল হক। শেষে দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।