শ্যামনগরে নির্বাহী অফিসার রনি খাতুনের বদলি স্থগিতের দাবিতে মানববন্ধন
জি এম আব্দুল কাদের, শ্যামনগর: শ্যামনগরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি খাতুনের বদলি স্থগিতের দাবিতে ব্যাপক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনিক ভবনের সামনে সাবেক মুন্সিগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিদুস্রভা মণ্ডলের সভাপতিত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১২টি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, কর্মদক্ষ, জনবান্ধব এবং গরিবের বন্ধু হিসেবে শ্যামনগরের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন ইউএনও রনি খাতুন। তার বদলি আদেশ প্রত্যাহার করে তাকে শ্যামনগরে রাখার জন্য তারা খুলনা বিভাগীয় কমিশনারসহ সরকারের উচ্চ মহলের কাছে জোর দাবি জানান।
ঈশ্বরীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমান সাদেক বলেন, ৫ আগস্টের পর থেকে শ্যামনগর ছিল এক ক্রান্তিকালীন পরিস্থিতিতে। তখনই রনি খাতুন দল-মত নির্বিশেষে সবার কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠেন। তাই আমরা চাই তিনি এখানেই থাকুন।
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রফেসর মনির হোসেন তার বক্তব্যে বলেন, বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বৃহত্তম উপজেলা শ্যামনগরের হাল ধরেছিলেন রনি খাতুন। নিজের খাওয়া-ঘুম ভুলে তিনি রাতদিন কাজ করেছেন মানুষের ভাগ্যের উন্নয়নে। নানা সমস্যা সমাধান ও বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে তিনি ছিলেন অগ্রণী ভূমিকা পালনকারী। তাই চলমান প্রকল্পগুলোর সফল সমাপ্তির জন্য তাকে এখানেই রাখা উচিত।
অন্য বক্তারাও একই সুরে ইউএনও রনি খাতুনের বদলি স্থগিতের জোর দাবি জানান।