অনলাইনকেশবপুরকেশবপুরযশোরসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরার বাইপাসে ট্রাক-আলমসাধু সংঘর্ষে মারাত্মক আহত ২

গাজী হাবিব: সাতক্ষীরার বাইপাস সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২ জন মারাত্মক আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর পৌনে দুইটার দিকে সাতক্ষীরার বাইপাস সড়কের জামতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- আলম সাধু চালক তোফাজ্জেল হোসেন (৫৫) ও মাছ ব্যবসায়ী রুহুল আমিন। আলম সাধু চালক তোফাজ্জেল হোসেন যশোর জেলার মনিরামপুর উপজেলার দুর্গাডাঙ্গা গ্রামের বাসিন্দা আবু মুছার ছেলে এবং মাছ ব্যবসায়ী রুহুল আমিনের বাড়ী কেশবপুর উপজেলায়। উভয়ের মাথায় বেশী আঘাত লেগেছে বলে জানা গেছে। তবে মাছ ব্যবসায়ী রুহুল আমিনের অবস্থা খুবই খারাপ।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় খুলনায় রেফার্ড করা হয়েছে।

তবে ট্রাকের চালক ও হেলপার দুর্ঘটনার পরপরই পালিয়ে যাওয়ায় ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যায়নি। দূঘটনা কবলিত ট্রাকের নাম্বার: ঢাকা মেট্রো- ১২-৪১৪০। ট্রাকটির সামনের গ্লাসসহ বিশেষ বিশেষ অংষ ভেঙে ও দুমড়ে-মুচড়ে গেছে এবং ট্রাকটি বাইপাস সড়কের পাশের পুকুরে পড়ে যায়।

স্থানীয়রা জানায়, মাছ বোঝাই আলমসাধুকে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক সজোরে ধাক্কা দিলে চালক ও মাছ ব্যবসায়ী ছিটকে পড়ে মারাত্মক আহত হন। এসময় মাছের ড্রাম ভেঙে মাছ ছড়িয়ে পড়ে সড়কজুড়ে।

এদিকে দুর্ঘটনার পর আলমসাধুতে থাকা মাছের ক্ষতি রোধকল্পে স্থানীয়রা সেগুলো কুড়িয়ে পাশের বাজারে বিক্রির জন্য নিয়ে যায়। সংবাদ পেয়ে সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) সোহেল আহমেদ ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান।

এ বিষয়ে তিনি বলেন- দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেলেও পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি পুকুর থেকে উদ্ধার করত: জব্দ দেখিয়ে সাতক্ষীরা সদর থানায় নিয়ে যাওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *