অপরাধইতিহাস ঐতিহ্যশ্যামনগরসাতক্ষীরা জেলা

অবৈধভাবে সুন্দরবনে প্রবেশের দায়ে ৩ জেলেকে জেল হাজতে প্রেরণ

মোঃ ইসমাইল হোসেন, শ্যামনগর: অবৈধভাবে সুন্দরবনে প্রবেশের দায়ে তিন জেলেকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে বন বিভাগের সদস্যরা।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১:৩০ ঘটিকায় সময় সুন্দরবনের কোবাদক ফরেস্ট স্টেশনের আওতাধীন আড়পাঙ্গাশিয়া নদীর বাটুলার টোঠা এলাকা থেকে ৩০ কেজি কাঁকড়া, একটি ডিঙ্গি নৌকা সহ কাঁকড়া সরঞ্জামাদি জব্দ করা হয়।

আটক ব্যক্তিদের বুধবার (১০ সেপ্টেম্বর) বন আইনে মামলা দায়ের করে কয়রা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন শ্যামনগর উপজেলার চাঁদনী মুখা গ্রামের মৃত দাউদ আলী মোড়লের ছেলে ইসমাইল মোড়ল ( ৪৫), উপজেলার চাঁদনী মুখা গ্রামের হাসেম আলী গাজীর পুত্র, আসাদুল গাজী (৪১), খোদা বক্স গাজীর পুত্র, আব্দুর রহমান( ৩১), সর্ব সাং উপজেলার বাবুরা ইউনিয়নের চাঁদনীমুকা গ্রাম।

কোবাদক ফরেস্ট স্টেশন কর্মকর্তা শেখ আনিছুর রহমান বলেন, সুন্দরবনের আড়পাঙ্গাশিয়া নদী এলাকায় নিয়মিত টহলকালে দূর থেকে একটা নৌকা দেখতে পাই। তখন দ্রুত নৌকার কাছে যাই এবং তাদের কাছে বনে প্রবেশের অনুমতিপত্র (পাশ) দেখতে চাই। এ সময় তারা কোনো কিছু দেখাতে না পারায় তাদের আটক করি। তারা শ্যামনগর উপজেলার গাবুরার ইউনিয়নের চান্দি মুখা গ্রামের জেলে।

তিনি আরও বলেন, জব্দকৃত কাঁকড়া আদালতের অনুমতিক্রমে নদীতে অবমুক্ত করা হয়েছে।

অন্যদিকে সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ফজলুল হক বলেন , কিছু অসাধু জেলে অবৈধ অনুপ্রবেশ করে অভয়ারণ্যে মাছ কাঁকড়া শিকার করছে। দিয়ে
সুন্দরবনে অনুপ্রবেশ করছে। আমরা সুন্দরবন থেকে সকল অপরাধ নিরমুল করতে সুন্দরবনে সাঁড়াশি অভিযান চালিয়ে যাচ্ছি। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের স্মার্ট পেট্রোল টিম, এক এর সদস্যরা প্রতিনিয়ত অভয়ারণ্য এলাকা থেকে অবৈধ নৌকা ধরে নিয়ে আসছে, এবং অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়মিত বন আইনের মামলায় জেল হাজতে প্রেরণ করা হচ্ছে। যাতে পরবর্তীতে সুন্দরবনে এধরণের অপরাধ আর কেউ না করতে পারে এজন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *