সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন কদমতলা স্টেশনের কর্মকর্তাকে নিয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদ
সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন কদমতলা স্টেশনের কর্মকর্তাকে নিয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদ
আমি পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন কদমতলা স্টেশনের কর্মকর্তা সোলায়মান। চলতি বছরের গত ৭ সেপ্টেম্বর “Sirajul Islam” নামক একটি ফেসবুক আইডি থেকে আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে যে বিভ্রান্তিকর তথ্য সরবরাহ ও অপপ্রচার চালানো হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রকৃত সত্য হলো- উক্ত সিরাজুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন বন স্টেশনের কর্মকর্তাদের নিকট থেকে মাসিক চাঁদা দাবি করে আসছেন। সাতক্ষীরা রেঞ্জের চারটি স্টেশন থেকে প্রতিমাসে ১৫ হাজার টাকা করে প্রদানের জন্য তিনি হোয়াটসঅ্যাপ ফোনে চাপ সৃষ্টি করতেন। চাঁদার টাকা না দিলে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, মানহানিকর ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের মাধ্যমে কর্মকর্তাদের সম্মানহানি করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এরই অংশ হিসেবে ফেসবুকে ওই অপপ্রচার চালানো হয়েছে। আমি উক্ত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সাধারণ জনগণ ও গণমাধ্যমকে বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
প্রতিবাদকারী
মো. সোলায়মান কবির
স্টেশন কর্মকর্তা, কদমতলা
পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ।