বেনাপোল বন্দর থেকে পিস্তল ও গুলিসহ ২ ভারতীয় আটক
হাসানূল কবীর, শার্শা: যশোরের বেনাপোল স্থলবন্দরে ভারতীয় ট্রাক থেকে একটি ইয়ার পিস্তল ও গুলিসহ ২ জন ভারতীয়কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটককৃত ট্রাক চালক গুরজীত সালুজা ও হেলপার রাম দাস নাওয়াদি উভয়ই মধ্যপ্রদেশের বিতুল জেলার চন্দ্র শিকড় ওয়ার্ড এলাকার বাসিন্দা।
রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বেনাপোল বন্দর কার্গো টার্মিনাল থেকে তাদের আটক করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সহকারি পরিচালক সোহেল আল মোজাহিদ জানান, আমদানি ও রপ্তানি পণ্যবাহী ট্রাকে যাতে অবৈধ পণ্য, অস্ত্র কিংবা মাদক বহন না হয় এজন্য ট্রাক বাংলাদেশে প্রবেশের সময় তল্লাশি করা হয়। এরই ধারাবাহিকতায় আজ কাঁচা মরিচবাহী একটি ভারতীয় ট্রাক তল্লাশী করে চালকের কেবিন থেকে একটি ইয়ার পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। এঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে আটক করে অস্ত্র আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।
আটককৃতরা জানান, তারা আত্মরক্ষার জন্য ইয়ার পিস্তল ও গুলি ভারতের বাজার থেকে কিনে ট্রাকে রেখেছিল।