অনলাইনঅপরাধআইন আদালতকলারোয়াসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় আগস্ট মাসে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ

স্টাফ রিপোর্টার: গত ০১ আগস্ট থেকে ৩১ আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত বিশেষ মাদকবিরোধী অভিযানে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের সদরসহ অধীনস্থ বিওপি, ক্যাম্প ও চেকপোস্টসমূহের টহল দল সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ১০ হাজার ১৩২ পিস ইয়াবা, ৭৬৬ বোতল ভারতীয় মদ, ১৮২ বোতল ফেনসিডিল ও ৫৫ বোতল নেশাজাতীয় সিরাপসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য আটক করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৪২ লাখ ৮৩ হাজার ৪০০ টাকা।

বিজিবির দাবি, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির ফলে সীমান্তে মাদক চোরাচালান উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। এতে সমাজে ইতিবাচক প্রভাব পড়ছে।

উদ্ধারকৃত মাদকদ্রব্যসমূহ সাধারণ ডায়েরী (জিডি) করে সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ষ্টোরে জমা দেওয়া হয়েছে। পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করা হবে বলে বিজিবি জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *