সাতক্ষীরা সরকারি গোরস্থান মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার: সরকারি গোরস্থান বায়তুল ফালাহ জামে মসজিদের ৩য় তলা ও গম্বুজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) জুমআ প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
এসময় তিনি মসজিদের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।
উদ্বোধনকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুকিত হাসান খাঁন, জেলা জামায়াতের নায়েবে আমীর মো. নুরুল হুদা, সাবেক কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, এড. শহিদুল্লাহ, মো. আব্দুল আজিজ, মো. আব্দুস সবুর খান, মো. কবীর হোসেন, মো. নুরুল ইসলাম প্রমুখ।