শার্শায় কসাইদারকে নিজ বাড়ির আঙ্গিনায় জবাই করেছে দুর্বৃত্তরা
হাসানূল কবীর, শার্শা: যশোরের শার্শা উপজেলাধীন ছোট আঁচড়া গ্রামে মিজানুর রহমান (৪২) নামে একজন কসাইদারকে নিজ বাড়ির আঙ্গিনায় চাকু দিয়ে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মিজানুর রহমান উপজেলার ছোট আঁচড়া গ্রামের মৃত হানিফ সরদারের ছেলে। শুক্রবার (২৯ আগস্ট) ভোররাতে তাকে হত্যা করা হয়।
নিহতের পরিবার জানায়, রাত আড়াইটার দিকে অন্যদিনের ন্যায় গরু জবাই করতে যাওয়ার জন্য প্রাচীরের বাহির থেকে কসাইদার মিজানুরকে ভ্যানচালক ডাকতেছিল। এসময়ৃ ভ্যানচালকের ডাকশুনে মিজানুরের স্ত্রী ঘরের বাহিরে এসে দেখেন কে বা কারা মিজানুরকে ছুরি দিয়ে জবাই করে আঙ্গিনায় ফেলে রেখে গেছে। নিহতের পরিবার প্রশাসনের কাছে এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং উপযুক্ত ন্যায় বিচারের দাবী জানিয়েছেন। এই চাঞ্চল্যকর নির্মম হত্যাকাণ্ডের ঘটনার পর এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাসেল মিয়া জানান, ভোর ৪টার দিকে সংবাদ পেয়ে এস আই রাশেদ সঙ্গীয় ফোর্সের সহায়তায় ঘটনাস্থল থেকে নিহত মিজানুরের মরদেহ উদ্ধার করেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের গ্রেফতার ও হত্যাকাণ্ডের কারণ উদঘাটনের জন্য তদন্ত অব্যাহত রয়েছে। আলামত হিসাবে ঘটনাস্থল থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে।

