সাতক্ষীরায় আনসার দলনেত্রী নাসিমার উদ্যোগে শতাধিক গাছের চারা রোপণ
গাজী হাবিব: “সবুজ হোক গ্রাম, সুস্থ থাকুক প্রাণ”-এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) বিকালে সাতক্ষীরা সদরের আখড়াখোলা বাজার টু ভাটপাড়া সড়কে ইউনিয়ন আনসার দলনেত্রী নাসিমা খাতুনের উদ্যোগে শতাধিক গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচিতে আম, আমড়া, নারিকেল, তাল ও সুপারির চারা রোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আনসার দলনেতা খায়রুজ্জামান, সদস্য ফরিদা খাতুন, মরিয়ম খাতুন, ইসমত আরা খাতুন, সেলিনা খাতুনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
এ বিষয়ে নাসিমা খাতুন বলেন, গাছ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। তাই প্রত্যেককে অন্তত একটি গাছ লাগাতে হবে এবং তার যত্ন নিতে হবে। আজকের এই উদ্যোগ আগামী প্রজন্মের জন্য সবুজ পরিবেশ উপহার দেবে।
স্থানীয়রা জানান, বৃক্ষরোপণ উদ্যোগের ফলে গ্রামীণ সড়কগুলো সবুজে আচ্ছাদিত হয়ে পরিবেশের সৌন্দর্য বাড়াবে এবং প্রকৃতি রক্ষায় বড় ভূমিকা রাখবে।