অনলাইনঅপরাধআইন আদালতইতিহাস ঐতিহ্যশ্যামনগরসাতক্ষীরা জেলা

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৪ জেলে অপহরণ

এম আব্দুর রহমান বাবু, শ্যামনগর: সুন্দরবনে আবারও সক্রিয় হয়েছে জলদস্যুরা। মৌসুম শুরুর আগেই মুক্তিপণের দাবিতে চার জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা। সোমবার ও মঙ্গলবার (২৫ ও ২৬ আগস্ট) সুন্দরবন সংলগ্ন দাড়গাং নদী এলাকার খাল থেকে এ অপহরণের ঘটনা ঘটে।

অপহৃত জেলেরা হলেন- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মীরগাং গ্রামের সাকাত সরদারের ছেলে মো. ইবরাহিম, পারশেখালী গ্রামের আব্দুল গফুরের ছেলে আব্দুল হামিদ, টেংরাখালী গ্রামের সুসুজন মুন্ডার ছেলে সুজিত এবং কালিঞ্চি গ্রামের কেনা গাজীর ছেলে রকিবুল ইসলাম।

অপহরণের শিকার জেলেদের সঙ্গে থাকা সহকর্মী আবুল হোসেন ও আব্দুল আজিজ জানান, আগামী ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের গভীরে মাছ ধরার মৌসুম শুরু হবে। তার আগে নৌকা ও জাল মেরামতের কাজ করতে তারা দাড়গাং নদী সংলগ্ন খালে গিয়েছিলেন। এ সময় ৬-৭ জনের একটি জলদস্যু দল সোমবার ও মঙ্গলবার দুই দফায় আক্রমণ চালিয়ে চার জেলেকে অপহরণ করে নিয়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল হামিদ লালটু বলেন, জলদস্যুরা নিজেদের ‘কাজল বাহিনী’ পরিচয় দিয়ে মাথাপিছু ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছে। তিনি আরও জানান, এ এলাকার কয়েকজন ব্যক্তি কয়েক দিন আগে ২৫-৩০ হাজার টাকার কাঁচামাল সরবরাহ করে সুন্দরবনে পাঠিয়েছে।

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. ফজলুল হক বলেন, এখনও সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা চলছে। বৈধভাবে কেউ সুন্দরবনে যেতে পারেনি। মৌসুম শুরু হবে ১ সেপ্টেম্বর থেকে। অপহরণের বিষয়ে লোকমুখে শুনেছি, তবে কোনো পরিবার এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হুমায়ুন কবির মোল্লা বলেন, অপহরণের বিষয়ে শুনেছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *