সদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরা পৌরসভা ৩ নং ওয়ার্ডে ক্লিনিং ক্যাম্পেইন উদ্বোধন -মশার উৎপত্তিস্থল ধ্বংসের আহ্বান

স্টাফ রিপোর্টার: নিজ নিজ পরিবেশ পরিষ্কার রাখুন, ডেঙ্গু মুক্ত থাকুন’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা পৌর শহরে মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও মশার উৎপত্তিস্থল দূরীকরণের লক্ষ্যে এক ক্লিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ৯ টায় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে, স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ব্র্যাক-এর যৌথ উদ্যোগে জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচীর আয়োজনে এবং সাতক্ষীরা পৌরসভার সহযোগিতায় এই ক্যাম্পেইন শুরু হয়।

ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য ছিলো মশাবাহিত রোগ যেমন ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিষয়ে জনসচেতনতা সৃষ্টি এবং মশার উপদ্রব হ্রাস করা।

সকাল ৯ থেকে দুপুর ১টা পর্যন্ত পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আলিয়া মাদ্রাসা, পুরাতন সাতক্ষীরা হাটখোলা মোড় থেকে কবিরাজ মোড়, মায়ের বাড়ি মন্দির থেকে বদ্মিপুর কলোনী সহ ওয়ার্ডের বিভিন্ন স্বাস্থ্য সচেতনতামূলক মাইকিং করা, এলাকায় জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করার পাশাপাশি জমে থাকা নোংরা পানি পরিষ্কার কর হয়।

এ সময় ব্রাকের ওসিসিএইচ প্রজেক্ট ম্যানেজার সাদিয়া সুলতানা বলেন, সাতক্ষীরায় মশা ও ডেঙ্গুমুক্ত রাখতে হলে সরকারি ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। প্রত্যেকের নিজ নিজ বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, টায়ার, পরিত্যক্ত পাত্র, এমনকি এসির জলীয় অংশেও যদি জল জমে থাকে, তাহলে সেখানে মশার লার্ভা জন্ম নিতে পারে। তাই নিয়মিতভাবে এই স্থানগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অপরিহার্য।

ব্রাকের ওসিসিএইচ প্রজেক্ট নতুন ম্যানেজার অমিত কুমার সরকার বলেন, সাতক্ষীরা পৌরসভাকে পরিচ্ছন্ন রাখতে হলে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা যাবে না। ময়লা আবর্জনা অবশ্যই ডাস্টবিনে ফেলতে হবে, তাহলে এই শহর সুন্দর থাকবে। আসুন আমরা সবাই মিলে একটি সুন্দর একটি সাতক্ষীরা গড়ি।

ক্লিনিং ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন, জেলা সমন্বয়ক টি-আই-বি, আল-আমিন হোসেন। ব্রাক স্বাস্থ্য প্রোগ্রাম সাতক্ষীরা কমিউনিটি হেলথ ওয়ার্কার আসমা আক্তার,কমিউনিটি হেলথ ওয়ার্কার হীরা মনি। হেলথ ওয়ার্কার শাহিদা খাতুন।রেড ক্রিসেন্ট সোসাইটির সাতক্ষীরা ইউনিট যুব প্রধান ইলিয়াস হোসেন ,

রেড ক্রিসেন্ট সোসাইটির যুব সদস্য সাইমুন সাকিব হোসেন ,শরীরফুল ইসলাম, ইকবাল কদরী, প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *