শ্যামনগরের মুন্সিগঞ্জে সবুজ সংহতির সমন্বয় সভা
স্টাফ রিপোর্টার: শ্যামনগরের মুন্সিগঞ্জে সবুজ সংহতির ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) বিকালে বারসিকের সহায়তায় সবুজ সংহতির ইউনিয়নভিত্তিক চলমান কাজের অগ্রগতি পর্যালোচনা ও মূল্যায়ন বিষয়ক এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় পশ্চিম জেলেখালী কৃষিপ্রতিবেশ বিদ্যা শিখন কেন্দ্রের কৃষক লোকনাথ মন্ডলের সভাপতিত্বে উপজেলা ও ইউনিয়ন সবুজ সংহতির সদস্য, কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্র ও শতবাড়ির সদস্য, স্থানীয় সরকার প্রতিনিধি, শিক্ষক, কৃষক, যুব সংগঠক ও বারসিক কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় বারসিক কর্মকর্তা বিশ্বজিৎ মন্ডলের সঞ্চালনায় ও সবুজ সংহতির মুন্সিগঞ্জ ইউনিয়নের সভাপতি যোগেশ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার।
সভায় সবুজ সংহতির সদস্য কৃষক ভুধর চন্দ্র মন্ডল বলেন, স্কুল পর্যায়ে বীজ মেলা, প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় সংলাপ ও মতবিনিময়, গ্রাম পর্যায়ে কৃষিপ্রতিবেশ বিদ্যা চর্চায় উদ্বুদ্ধকরণ, কৃষি জমি সুরক্ষায় মতবিনিময়, যুবদের মাধ্যমে যোগাযোগর জন্য কাঠের সাঁকো নির্মাণের উদ্যোগসহ বকুলতলা থেকে পশ্চিম জেলেখালী গ্রামের দু’পাশে তালবীজ বনায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সভায় উপস্থিত সদস্যরা প্লাস্টিক বর্জ্য দূষণ প্রতিরোধ, স্থানীয় প্রজাতির মা মাছ নিধন প্রতিরোধ, অবৈধ নেট পাটা অপসারণ এবং মিস্ত্রি পাড়ার বিলের জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ গ্রহণের আহবান জানান ।