অপরাধসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরার রাজনগরে জমি বিরোধে গৃহবধুকে কুপিয়ে জখমের অভিযোগ

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধুকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। বুধবার সকালে সদর উপজেলার রাজনগর গ্রামে এঘটনা ঘটে। আহত গৃহবধু রাজনগর গ্রামের তবিবুর রহমানের স্ত্রী হোসনেয়ারা।

এঘটনায় গুরুতর আহত গৃহবধুর স্বামী তবিবুর রহমান বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা গেছে, তবিবুর রহমানের রাজনগরে রেকর্ডীয় ও ভোগদখলীকার থাকা অবস্থায় ৭ কাঠা জমিতে গাছ-গাছালি ও ঘেরা আছে। বুধবার সকালে একই এলাকার মৃত জাহাঙ্গীর সরদারের পুত্র আকবর আলী সবুজ,আদম আলীর কন্যা রেশমা, আদমর আলীর পুত্র মিজানুর রহমান, আকবরের স্ত্রী খাদিজা খাতুনসহ কয়েকজন ব্যক্তি উক্ত সম্পত্তিতে প্রবেশ করে জোরপূর্বক দখল করার উদ্দেশ্যে ঘর নির্মাণ শুরু করে। এতে বাধা দেওয়ার চেষ্টা করলে তবিবুর রহমানের স্ত্রীর উপর তারা অতর্কিত হামলা করে এবং লোহার শাবল দিয়ে আঘাত করে। এতে তবিবুর রহমানের স্ত্রী হোসনেয়ারা খাতুন গুরুতর আহত হন।

তিনি গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এসময় উল্লেখিত ব্যক্তিরা হোসনেয়ার কাছে থাকা ৮০ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেনই ও কানে দুল ছিনিয়ে নেয়। এঘটনায় ন্যায় বিচার চেয়ে সাতক্ষীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *