সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক শিক্ষামূলক পরিদর্শন
নাজমুল আলম মুন্না: সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক শিক্ষামূলক পরিদর্শন করা হয়েছে। রাজশাহীতে (১৮-২০) আগস্ট তিনদিন ব্যাপী এই কর্মসূচি আয়োজন করে রূপান্তর এবং ইএসডিও।
গোফরইমপ্যাক্ট প্রকল্পের আওতায় এই প্রকল্পে আর্থিক সহযোগিতা করেছে সুইজারল্যান্ড সরকার, কারিগরি সহযোগিতায় ছিল ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশ।
সাতক্ষীরার জেলার শ্যামনগর, আশাশুনি এবং সাতক্ষীরা পৌরসভাসহ নওগাঁ জেলার ধামইরহাট ও নিয়ামতপুর উপজেলা এবং ধামইরহাট পৌরসভার কর্মকর্তাগণ ও এনজিও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারীগণ বরেন্দ্রভূমি এলাকায় ক্ষুদ্র-নৃগোষ্ঠী বর্ষাপাড়া এলাকা পরিদর্শন করেন। সেই পাড়ায় বসতী রয়েছে ৫০ টি সাওতাল পরিবার। সে পরিবারগুলোর জন্য সুপেয় পানির ব্যবস্থা করা রাজশাহীর ডাসকো এনজিওর ওয়াটার ম্যানেজমেন্ট প্লান্টে শিক্ষামূলক পরিদর্শন করা হয়।