সাতক্ষীরায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণ
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন পর্যায়ের ভাতাভোগী সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। এর মাধ্যমে মাঠপর্যায়ে আনসার ও ভিডিপি সদস্যদের টহল কার্যক্রমে গতি আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
বুধবার (২০ আগস্ট) সকালে সাতক্ষীরা জেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট আশরাফুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাতাভোগী সদস্যদের হাতে বাইসাইকেল তুলে দেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. এফতেখারুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা সার্কেল অ্যাডজুট্যান্ট মো. মিয়ারাজ আলী, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মাহফুজুর রহমান, সদর উপজেলা প্রশিক্ষক এইচ এম ইশার আলী প্রমুখ।
অনুষ্ঠানে সাতক্ষীরার ৭টি উপজেলার বিভিন্ন পর্যায়ের মোট ২৮ জন ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।
এসময় বক্তারা বলেন, সরকারের এ উদ্যোগ মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক নিরাপত্তা জোরদার এবং গ্রাম পর্যায়ে আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্ব পালনে সহায়ক ভূমিকা রাখবে।