অনলাইনজীবনযাপনসদরসাতক্ষীরা জেলাস্বাস্থ্য

সাতক্ষীরায় পাঁচ বছরের কম বয়সী শিশুদের পুষ্টি নিশ্চিত প্রকল্পের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার: ‎সতক্ষীরায় পাঁচ বছর বয়সের নীচে শিশুদের জন্য ইউনিয়ন পরিষদের বাজেটে বরাদ্দ রাখাসহ অপুষ্টি শিশুদের জন্য পুষ্টিকর খাবার নিশ্চিত করতে পাচ বছর মেয়াদী প্রকল্প বাস্তবায়ন শেষে লার্নিং শেয়ারিং বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত লার্নিং শেয়ারিং সভায় সভাপত্বি করেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

‎ওয়়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফিল্ড অপারেশন বিভাগের উপ-পরিচালক রাজু উইলিয়াম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিল এর পরিচালক ডা. তাহেদুল ইসলাম খান।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশন এর রাইট টু গ্রো প্রজেক্ট এর কান্ট্রি ডিরেক্টর ইকবাল আজাদ।

‎অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসলাম, পরিবার পরিকল্পনার উপ-পরিচালক রওশন আরা জামান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিষ্ণুপদ বিশ্বাস, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জিত কুমার দাস, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার, ওয়ার্ল্ড ভিশন এর রাইট টু গ্রো প্রজেক্ট এর প্রজেক্ট ম্যনেজার জগম্ময় প্রজেশ বিশ্বাস প্রমূখ।

‎সভায় জানানো হয়, স্থানীয় সরকার মন্ত্রনালয়ের মাধ্যমে পাঁচ বছরের কম বয়সী শিশুদের পুষ্টির বিষয়ািট নিশ্চিত করার কথা থাকলেও তা ইউনিয়ন পরিষদ বাস্তবায়ন করেনা। এমন বাস্তবতায় ২০২২ সাল থেকে ওয়়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর রাইট টু গ্রো প্রকল্প এই প্রকল্পের আওতায় সাতক্ষীরার দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়নে পাচ বছর বয়সী সকল বাচ্চাদের পুষ্টি নিশ্চিত করতে পরীক্ষামূলক এই প্রকল্পের বাস্তবায়ন করেছে। একইসাথে এই প্রকল্পের মাধ্যমে শিশুদের সেনিটেশন ব্যবস্থার উন্নতি ঘটানোর মধ্য দিয়ে শিশুদেরকে সুস্বাস্থ্য করে তোলা হয়েছে বলেও অনুষ্ঠানে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *