অনলাইনকালিগঞ্জশিক্ষাঙ্গনসাতক্ষীরা জেলা

কালিগঞ্জে সাপের কামড়ে মৃত অহনার মৃত্যুতে ধুলিয়াপুর হাইস্কুলে স্মরণসভা

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর মেধাবী ছাত্রী অহনা দাশ (১৪) সাপের কামড়ে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছে। গত ১২ আগস্ট নিজ বাড়িতে সর্পদংশনের শিকার হয়ে তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ১৬ আগস্ট ভোরে অহনা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অহনার অকাল প্রয়াণে বিদ্যালয়ে শোকের ছায়া নেমে আসে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১১টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা আবু রায়হান।

সভায় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা আবেগঘন স্মৃতিচারণ করে অহনাকে স্মরণ করে। বক্তৃতা দেন ৬ষ্ঠ শ্রেণীর জান্নাতুন নাইম নাবা, ৭ম শ্রেণীর ফাহিমা ফেরদৌস, সুমাইয়া আক্তার, রাবিয়া খাতুন, সাবা, ৮ম শ্রেণীর শান্তা, জাকিয়া, খাদিজা, প্রত্যাশা, ৯ম শ্রেণীর আমির হামজা ও ১০ম শ্রেণীর কোহেলী মল্লিক প্রমুখ।

এছাড়া বিদ্যালয়ের শিক্ষক শেখ শামীম উর রহমান, শ্যামল কুমার ঘোষ, অসীমা রায়, দেবেশ কুমার ঘোষসহ প্রধান শিক্ষক আবু রায়হান অহনার স্মৃতিচারণ করে শোকাভিভূত হয়ে পড়েন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ৮ম শ্রেণীর ছাত্র আব্দুর রহমান এবং শ্রীমদ্ভাগবত গীতা পাঠ করেন ১০ম শ্রেণীর ছাত্র সজিব কুমার ঘোষ। পরে অহনার আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

স্মরণসভাটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রমেশ কুমার ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *