কালিগঞ্জে যুবদলের ৬ নেতাকর্মীর জামায়াতে যোগদান
তাপস কুমার ঘোষ,কালিগঞ্জ: জামায়াতে ইসলামের আদর্শে অনুপ্রাণিত হয়ে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ছয়জন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। রবিবার(১৭ আগস্ট) বিকেলে ইউনিয়ন জামায়াত অফিসে কর্মী সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তারা যোগদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। তিনি নবাগত নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে জামায়াতে ইসলামীতে বরণ করে নেন এবং তাদেরকে সৎ, সাহসী ও আদর্শিক রাজনীতির ধারায় অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষ্ণনগর ইউনিয়ন জামায়াতের আমীর মুহাম্মদ ইব্রাহীম বাহারী এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি সহকারী অধ্যাপক জামাল ফারুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের বায়তুল মাল সেক্রেটারি অধ্যাপক মোজাম্মেল হক, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা মোশাররফ হোসাইন চৌধুরী, তালিমুল কুরআন বিভাগের সেক্রেটারি মাওলানা নূরুজ্জামান হাবিবী, উপজেলা মানবসম্পদ বিভাগের সেক্রেটারি মাস্টার মোঃ ইউসুফ আলী, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আবুল হায়াত, যুব বিভাগের সেক্রেটারি জামাল ফারুক মন্টু, মাস্টার আসাদুল্লাহ এবং ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মোবারক হোসাইন।
যোগদানকারী যুবদল নেতাকর্মীদের মধ্যে অন্যতম হলেন সালাহউদ্দীন মাহমুদ, যিনি ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি এবং মানপুর গ্রামের বাসিন্দা মাষ্টার মোহাম্মদ আলী এর পুত্র। তার নেতৃত্বে আরও পাঁচজন তরুণ যুবদল কর্মী জামায়াতে ইসলামীতে যোগ দেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকের সমাজ চাঁদাবাজি, দখলবাজি, হত্যা, ধর্ষণ ও অপহরণের মতো বিভিন্ন অপকর্মে অতিষ্ঠ হয়ে পড়েছে। ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার জন্য ইসলামী আদর্শের বিকল্প নেই। এই অবক্ষয়ের বিপরীতে একটি আদর্শ সমাজ গঠনে জামায়াতে ইসলামীর ভূমিকা অনস্বীকার্য।
অনুষ্ঠান শেষে নবাগত সদস্যদের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।