অনলাইনকালিগঞ্জকৃষিসাতক্ষীরা জেলা

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কালিগঞ্জে র‌্যালি ও সম্মাননা প্রদান

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: ‘আভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ স্লোগানকে সামনে রেখে সারাদেশের মতো সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলাতেও শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫। সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলা অফিসার্স ক্লাব প্রাঙ্গণে এক বর্ণাঢ্য আয়োজনে সপ্তাহব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বে একটি র‌্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অফিসার্স ক্লাবে এসে শেষ হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুজা মণ্ডল। তিনি বলেন, কালিগঞ্জের মাটি ও পানি মাছ চাষের জন্য অত্যন্ত উপযোগী। উৎপাদন বৃদ্ধি ও টেকসই মাছ চাষে আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণ অপরিহার্য। পাশাপাশি খাল দখল ও অবৈধভাবে নেট-পাটা বসিয়ে মাছ শিকারকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন, থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকা শীল, আইসিটি কর্মকর্তা হেমেন্দ্রনাথ মণ্ডল, হ্যাচারি কর্মকর্তা আজারুল হকসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরে উপজেলার সফল মৎস্যচাষি ও মৎস্য উদ্যোক্তাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *