বেগম খালেদা জিয়া’র সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় বাগআঁচড়া আফিল উদ্দিন কলেজ ছাত্রদলের দোয়া
হাসানূল কবীর, শার্শা: যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ডাঃ আফিল উদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রদলের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র ৮০তম জন্মবার্ষিকীতে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
রবিবার (১৭ আগস্ট) বাগআঁচড়া হাফিজিয়া মাদ্রাসায় উক্ত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা অনুযায়ী অনুষ্ঠিত উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন ডাঃ আফিল উদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী শাহরিয়ার আহম্মেদ ওয়াছি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শার্শা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক বিপ্লব হোসেন, উক্ত কলেজের সাধারণ সম্পাদক পদপ্রার্থী তাজমুল হোসেন, ছাত্রনেতা নাহিদ হাসান দিপু, আহসান হাবিব অন্ত, কায়বা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হুমায়ুন কবির ডবলু, বাগআঁচড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মাসুম পারভেজ ঋত্বিক সহ কলেজ ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ।
উক্দোত য়া ও মিলাদ মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয়। এবং ২০২৫ সালের গণঅভ্যুত্থানে সকল শহীদের আত্মার মাগফেরাত ও আহতদের জন্য সুস্থতা কামনা করা হয়।