অনলাইনজাতীয়সদরসাতক্ষীরা জেলাসারাবাংলা

আগামী নির্বাচনে নারী ও তরুণদের উদ্বুদ্ধ করতে ব্যাপক প্রচারণা চালাতে হবে- তথ্য ও সম্প্রচার সচিব

আগামী জাতীয় নির্বাচনে নারী ও তরুণ ভোটারদের অংশগ্রহণ বাড়াতে ব্যাপক প্রচারণা চালাতে হবে। নির্বাচন যাতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় সে লক্ষ্যে জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে প্রচার কার্যক্রম চালাতে হবে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা আজ অনলাইন প্লাটফর্মে গণযোগাযোগ অধিদপ্তরের সদর দপ্তর ও ৬৮টি তথ্য অফিসের কর্মকর্তাবৃন্দের সাথে আগামী নির্বাচন ও ‘নতুন কুড়ি’ ২০২৫ এর প্রচারণা বিষয়ক এক সভায় এ কথা বলেন।

নির্বাচনের প্রচারণায় গণযোগাযোগ অধিদপ্তরের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচন পূর্ববর্তী দিন পর্যন্ত যেন এই প্রচারণার কাজ সুচারুভাবে সম্পন্ন হয়, সেজন্য তিনি এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে বলেন।

এছাড়াও ১৯ বছর পর বাংলাদেশ টেলিভিশন আয়োজিত শিশু শিল্পীদের মেধা অনুসন্ধানের প্রতিযোগিতামূলক ‘নতুন কুঁড়ি’ ২০২৫ অনুষ্ঠানটি আবারও শুরু হতে যাচ্ছে। নতুন কুঁড়ি একটি ঐতিহ্যবাহী প্রতিভা অন্বেষণের জন্য শিশু, কিশোর-কিশোরীদের স্বীকৃত প্লাটফর্ম। আজ বেলা তিনটায় আগ্রহী প্রার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সচিব বলেন, প্রত্যন্ত ও আঞ্চলিক পর্যায়ে এই বাছাই কার্যক্রমের প্রচারণা চালানোর জন্য সকল জেলা তথ্য অফিসকে কাজ করতে হবে।

এছাড়াও জেলা প্রশাসন, শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে জেলা ও উপজেলা পর্যায়ে তিনদিনের মধ্যে একটি সভা করতে তথ্য অফিসগুলোকে নির্দেশ দেন। পাশাপাশি প্রত্যেক তথ্য অফিস থেকে একজন ফোকাল পয়েন্ট কর্মকর্তা নির্বাচন করতে বলেন। প্রত্যাশিত কোনো প্রার্থী যেন বাদ পড়ে না পড়ে এবং প্রকৃত তরুণ মেধাবী প্রতিভা খুঁজে বের করার উদ্দেশ্যে এই অনুষ্ঠানের কার্যক্রমের ব্যাপক প্রচারণার ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক, পরিচালক (কারিগরি ও প্রশিক্ষণ) অনসূয়া বড়ুয়া, পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ এ মু’মেন, পরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিন এবং সদর দপ্তরের ও অনলাইনে জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *