তালার খলিষখালীতে ওয়ার্ড বিএনপির সন্মেলনে – সাবেক এম পি হাবিব
শাহিন বিশ্বাস, পাটকেলঘাটা: বিএনপি বাচিয়ে রাখতে হলে তৃনমুল পর্যাযে কাজ করতে হবে। নইলে উন্নয়ন বাধা গ্রস্হ হবে। আগামী ফেব্রুয়ারীতে ভোট হবে। এখন থেকে প্রতিটি বাড়ি বাড়ি যেয়ে ধানের শীষে ভোট চাইতে হবে। কারন আপনারা জানেন একটি বিশেষ দল নির্বাচন কে বাধা গ্রস্হ করতে বিভিন্ন চক্রান্ত শুরু করেছে। যাতে ফেব্রুয়ারীতে নির্বাচন না হয় তার জন্য বাংলাদেশ কে আবার একটি ১/১১ করার ষড়যন্ত্রে মেতে উঠেছে ।
রবিবার দুপুর ২ টায় সাতক্ষীরা তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের ওয়ার্ড বি এন পির সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
খলিষখালী ইউনিয়ন বি এন পির সভাপতি শেখ নুর আহম্মদ এর সভাপতিত্বে ও খলিষখালী ইউনিয়নের যুবদল নেতা মেহেদি হাসান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বি এন পির যুগ্ন সম্পাদক ও তালার নির্বাচনী টিম লিডার আবুল হাসান হাদি তালা উপজেলার বি এন পির সভাপতি মৃনাল কান্তি রায় সাধারন সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন খলিষখালী ইউনিয়ন বি এন পির সাংগাঠনিক সম্পাদক শেখ আদ্বুল হান্নান কুষকদল নেতা জাহাঙ্গীর মোল্লা বি এন পির অন্যতম নেত্ মোসলেম উদ্দীন মোল্যা যুবদল নেতা আওয়াল মোড়ল সহ যুবদল নেতা শিরাজুল ইসলাম সহ স্হানীয় নেতৃবৃন্দ ।
অনুষ্টান শেষে ৯ টি ওয়ার্ডের নব নির্বাচিত কমিটিদের নাম ঘোষনা করা হয়।