শার্শায় ৪ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর
হাসানূল কবীর, শার্শা: যশোরের শার্শা উপজেলাধীন টেংরা গ্রামে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ মোঃ লুৎফর রহমান সরদার (৬৫) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি আভিযানিক দল। আটক লুৎফর রহমান সরদার টেংরা (উত্তর পাড়া) গ্রামের মৃত কাশেম আলী সরদারের ছেলে।
রবিবার (১৭ আগস্ট) বিকালে উক্ত মাদকসহ তাকে আটক করা হয়।
যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানে শার্শার টেংরা উত্তরপাড়া থেকে ৪ কেজি গাঁজাসহ লুৎফর রহমান সরদারকে আটক করা হয়। এবং এই ঘটনায় যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক শেখ আবুল কাশেম বাদী হয়ে আটক আসামীর বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।