আমাদের বিদেশে কোন বন্ধু নেই, আমাদের জনগনই বন্ধু সাবেক এমপি হাবিব
যুগিখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো: ফজলুর রহমান মোল্ল্যার সভাপতিত্বে ও আব্দুল জব্বারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্র বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা কলারোয়ার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, কলারোয়া উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক আবুবক্কর সিদ্দিকী, আশরাফ হোসেন, রবিউল ইসলাম রবি, শেখ আব্দুল কাদের বাচ্চু, প্রমুখ।
এই সময় হাবিবুল ইসলাম হাবিব বক্তব্য বলেন, আওয়ামী লীগ ১৬ বছর ক্ষমতা চালিয়েছে, আল্লাহর নির্মম পরিহার, রাখে আল্লাহ মারে কে বলেছিল খালেদাকে ওই পদ্মা সেতুতে ফেলে দিয়ে হত্যা করব, বলেছিল কি ডক্টর ইউনুস চুপাবা আর বাঁচিয়ে রাখবা এই হচ্ছে শেখ হাসিনা আর আমাদের নেত্রী মধ্যে অনেক ব্যবধান বন্ধুগণ আমাদের প্রতিপক্ষ সেই আওয়ামী লীগ ভারতে চলে গিয়েছে, আমাদের নেতা বলেছে আমরা বলছি আমাদের বিদেশে কোন বন্ধু নেই, আমাদের জনগনই বন্ধু আরেকটু কথা না বললে হবে না কেউ কেউ বলে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়েছে, বিএনপি কি এমন দল খালেদা জিয়ার পরিবারের এত নির্যাতন হয়েছে , এত নির্যাতনের পরেও খালেদা জিয়া এক বিন্দু আপস করেনি, খালেকা জিয়া দৃহচিতা মহিলা বলে এখনো বেঁচে আছে, আর শেখ হাসিনা পালিয়ে ভারতে গেছে।