আদর্শ সমাজ বিনির্মাণে সাতক্ষীরায় ইমাম/খতিবদের ভূমিকা শীর্ষক কর্মশালা
নাজমুল আলম মুন্না: সাতক্ষীরায় আদর্শ সমাজ বিনির্মাণে ইমাম/খতিবদের ভূমিকা শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৪ আগস্ট বৃহস্পতিবার বেলা ১১ টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
তিনি কর্মশালায় উপস্থিত ইমাম/খতিবদের সমসাময়িক বিভিন্ন সামাজিক সমস্যা ও আলোচনা যোগ্য বিষয়সমূহ জুম্মা-র খুতবায় আরবির পাশাপাশি বাংলায় আলোচনা করা উচিত মর্মে সভাপতি মতামত প্রদান করেন, যাতে মুসল্লিরা তাদের বাস্তব জীবনে এর প্রতিফলন ঘটাতে পারেন এবং সর্বোপরি একটি আদর্শ সমাজ গড়ে তোলা যায়। এ কর্মশালায় সাতক্ষীরা জেলার সকল উপজেলা হতে উল্লেখযোগ্য সংখ্যক ইমাম ও খতিবগণ অংশগ্রহণ করেন।