শ্যামনগরের দ্বীপ ইউনিয়ন গাবুরায় অবৈধভাবে বালু উত্তোলনকারীকে জরিমানা
স্টাফ রিপোর্টার: শ্যামনগর সুন্দরবন উপকূলীয় দ্বীপ ইউনিয়ন গাবুরার লেবুবুনিয়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকারীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন।
এসময় মফু নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযুক্ত ব্যক্তির নাম মো. মাহফুজুর রহমান (মফু)। তিনি গাবুরা গ্রামের শহর আলীর ছেলে। স্থানীয়দের অভিযোগে উপজেলা প্রশাসনের সহযোগিতায় বুড়িগোয়ালিনী নৌ থানা পুলিশ বালু উত্তোলনের মেশিনসম্বলিত বলগেট (ড্রেজার মেশিন) সহ তাঁকে আটক করে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন বলেন, গাবুরার লেবুবুনিয়া এলাকায় অবৈধভাবে বালি উত্তোলনের খবর পেয়ে আমরা পুলিশ নিয়ে অভিযান চালাই। এ সময় বলগেট ও মেশিন জব্দসহ মাহফুজুরকে আটক করা হয়। পরে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় মাহফুজুরকে জরিমানা ও অনাদায়ে কারাদণ্ড দেওয়া হয়।
এদিকে, তাৎক্ষণিকভাবে প্রশাসন ব্যবস্থা নেওয়ায় ধন্যবাদ জানিয়েছে হিজলীয়া (খোলপেটুয়া) এলাকার বৈধ বালু মহলের ইজারাদার আনোয়ারুল ইসলাম।