কালিগঞ্জে পিস ফ্যাসিলিটিটর গ্রুপ পিএফজি তৈ-মাসিক সভা
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলা পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় ত্রৈ-মাসিক সভা অনুৃষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা ১১ টায় কালিগঞ্জ প্রেস প্রেসক্লাবের সভা কক্ষে উপজেলা পিস এম্বাসেডর ডাক্তার শফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও উপজেলা কো-অর্ডিনেটর সুকুমার দাশ বাছুর সঞ্চালনায় এ সভা অনুৃষ্ঠিত হয়।
ত্রৈ-মাসিক সভায় স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা সমন্বয়কারী মোঃ আবু তাহের। এসময় আরো বক্তব্য রাখেন পিস এম্বাসেডর এম্বাসেডর শেখ সাইফুল বারী সফু, পিস এম্বাসেডর মাহফুজা খানম, পিএফজি গ্রুপের সদস্য এম হাফিজুর রহমান শিমুল, মোস্তফা আখতারুজ্জামান পল্টু, ইলা দেবী মল্লিক, লাইলী পারভীন, শান্তি চক্রবর্তী, অধ্যক্ষ মো মহিবুল্লাহ, এস এম আহমাদুল্লাহ বাচ্চু, আব্দুল করিম মামুন হাসান, নয়ন দাস, কনিকা সরকার প্রমুখ।
সভায় আগামী ২১ সেপ্টেম্বর বিশ্ব শান্তি দিবস উদযাপন সহ নারী শান্তি সম্প্রীতি সহায়তা কমিটি গঠন ও আগামী তিন মাসের কর্মপরিকল্পনা জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।