সাতক্ষীরায় নিরাপদ পানির দাবীতে ডিপিএইচই, স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে এডভোকেসি
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় স্থানীয় পর্যায়ে নিরাপদ পানির দাবীতে ডিপিএইচই, স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগষ্ট) সকাল ১০ টায় বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো এবং সাতক্ষীরা ও একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় এফরটি প্রকল্পের আওতায় উপজেলা ডিজিটাল কর্ণারে এ এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ।
সম্মানীত অতিথি ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.শাহিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা সমবায় অফিসার মো: করিমুল হক, উপ-সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি দীপংকর রায় প্রমুখ।
এসময় উপস্থিতি ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সিনিয়র প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, ফিংড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আলকাস আলী, স্বদেশ সংস্থার পরিচালক মাধব চন্দ্র দত্ত, প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জী, জিডিএফ সভানেত্রী ও সাবেক পৌর কাউন্সিলর ফরিদা আক্তার বিউটি, টি আই বি সাতক্ষীরার এরিয়া কো-অডিনেটর আল আমিনসহ যুব সদস্যববৃন্দ।
এছাড়া আরো বক্তব্য প্রদান করেন প্রান্তিক যুব সংঘের সভাপতি হৃদয় মন্ডল, সদস্য ইমতি জামিল, সাধারণ সম্পাদক, কর্ণফুলী যুব সংঘের সাধারণ সম্পাদক শাহানাজ পারভীন, ইয়ূথ এ্যালায়েন্সের সদস্য কর্ন বিশ্বাস কেডি, সাংবাদিক বিপ্লব হোসেন, সাতক্ষীরা সাইবার ক্রাইম এলার্ট টিমের পরিচালক শেখ মাহবুবুল হক।
উল্লেখ্য, উপকুলীয় জেলা সাতক্ষীরায় লবণাক্ততার অনুপ্রবেশ, জোয়ারের বন্যা এবং অপর্যাপ্ত অবকাঠামোর কারনে নিরাপদ পানীয় জলের প্রাপ্যতা একটি নিত্যদিনের সংগ্রামে পরিনত হয়েছে। বিশেষ করে নারী শিশু এবং প্রতিবন্ধী ব্যক্তিদর মতে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য। এই সংকট মোকাবেলায় কমিউনিটি সচেতনতা বৃদ্ধি, স্থানীয় চ্যালেঞ্জগুলি নথিভুক্তকরণ এবং অর্ন্তভুক্তিমূলক সমাধানের জন্য আয়োজন করা হয়েছে।
এডভোকেসির উদ্দেশ্য ছিল অনলাইনে প্রচারণা ও এডভোকেসির মাধ্যমে স্থানীয় পর্যায়ে নিরাপদ পানির সুবিধা নিশ্চিত করা, পানি সুরক্ষা এবং নায্যতা নিশ্চিত করার জন্য কার্যকর উদ্যোগ গ্রহনের জন্য ডিপিএইচই, ওয়াসা ও স্থানীয় সরকার কর্তৃপক্ষকে প্রভাবিত করা, নিরাপদ পানির সুবিধার ক্ষেত্রে প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যাগুলো তুলে ধরা এবং সমাধানের পক্ষে সমর্থন জানানো।