অনলাইনঅপরাধআইন আদালতখুলনাসারাবাংলা

খুলনা আদালত চত্বরে দেশীয় অস্ত্রসহ একজনকে আটক করেছে সেনাবাহিনী

নাজমুল আলম মুন্না: খুলনা আদালত চত্বরে দেশীয় অস্ত্রসহ একজনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। পরবর্তীতে তাকে পুলিশ হেফাজতে দিয়েছে। সোমবার (১১ আগষ্ট) বেলা ১২ টায় এ ঘটনা ঘটে। আটককৃত যুবকের নাম মানিক হাওলাদার (৩২)।

বিষয়টি নিশ্চিত করে খুলনা সদর থানার ওসি সানোয়ার হোসেন মাসুম বলেন খুলনা সদর থানাধীন চীফ মেট্রোপলিটন আদালত খুলনা এর সামনে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা মুখে মাস্ক পড়ে ৪/৫ টি মোটরসাইকেলে অস্ত্রসহ অবস্থান করছিল।

এসময় সেনাবাহিনী একটি টহল টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মানিক হাওলাদার নামে জনৈক ব্যক্তি কে ৩ টি চাপাতি ও ১টি মোটরসাইকেলসহ আটক করেছে। অন্যান্য সন্ত্রাসীরা মোটরসাইকেল যোগে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। আটককৃত যুবককে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পরবর্তীতে রিমান্ড আবেদন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *