অনলাইনঅপরাধআইন আদালতসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ১৩২ পিস ইয়াবাসহ আটক ১

গাজী হাবিব: সাতক্ষীরায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ১৩২ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে বিজিবি।

সোমবার বেলা ২টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ বৈকারী বিওপির একটি আভিযানিক দল কাথন্দা এলাকায় অভিযান চালায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার রামনগর গ্রামের অহিদ মোল্লার ছেলে মোঃ মুকুল হোসেন (২৯) কে থামিয়ে তল্লাশি চালানো হয়।

এ সময় তার কাছ থেকে ১৩২ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, নগদ ২ হাজার ৯৩০ টাকা, ৩টি সীমকার্ড ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৭২ হাজার ৩০ টাকা। আটক আসামি ও জব্দকৃত মালামাল সাতক্ষীরা সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *