শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ইসমাইল হোসেন: শ্যামনগর: শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের প্রাণকেন্দ্র হরিনগর বাজারে পলাতক হাসিনা ও আওয়ামী লীগের দেশব্যাপী অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মুন্সিগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি মাসিদুর রহমান বাবুর সভাপতিত্বে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে রবিবার (১০ আগস্ট ) বিকাল ৪ টায় এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মিয়ারাজ হোসেনের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম দুলু। বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আমির হামজা আবু, বুড়িগোয়ালিনী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি রুস্তম গাজী, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, যুগ্ন আহ্বায়ক সিদ্দিকুর রহমান সিদ্দিকী, মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপির নজরুল মোড়ল, মোতালেব হোসেন, খালেক গাজী, আব্দুস সাত্তার,কাশেম , আলমগীর, ফারুক হোসেন, আব্দুস সামাদ, যুবদলের ৬ নং ওয়ার্ড সভাপতি রবিউল ইসলাম, মুন্সিগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম সাগর প্রমুখ।