শিক্ষাঙ্গনসদরসাতক্ষীরা জেলা

ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরার ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিদ্যালয়ের হলরুমে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি প্রভাষক ওমর ফারুক।

বিশেষ অতিথি ছিলেন বিডিএফ প্রেসক্লাবের সভাপতি আ. শাহাদাত হোসেন বাবু, সাংবাদিক ইমরান হোসেন, সহকারী প্রধান শিক্ষক মনজুর এ মতিন,মাও: ক্বারী আনওয়ারুল ইসলাম, ইংরেজি শিক্ষক আজিজুর রহমান, রুহুল আমিন বাবলু, গনিতের শিক্ষক কংকন কুমার সাহা, ক্রিড়া শিক্ষক মো: হাবিবুর রহমান, মাও-শামসুর রহমান, সুধাংশু কুমার গাইন, রেহেনা আক্তার বানু, সুনীল কুমার, জ্যামিনি, দেবজনিতা সহ সকল এসএসসি ২০২৬ সালের এসএসসি শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকা।

এসময় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী , মো: রায়হান হোসেন (গোল্ডেন প্লাস), আববদুল্লাহ,মিশকাত শরীফ, তানজিদুল ইসলাম ও প্রিয়ন্তী পালকে সম্মাননা দেওয়া হয়। তারা অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা ও শিক্ষকদের পরিশ্রমের ফলেই তারা এই সাফল্য অর্জন করেছে। তারা সকলের কাছে ভবিষ্যতের জন্য দোয়া প্রার্থনা করেন।

প্রধান অতিথি প্রভাষক ওমর ফারুক বলেন, “সন্তানকে প্রকৃত সম্পদে রূপান্তর করতে হলে অভিভাবকদের শিক্ষার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। শিক্ষা জাতির মেরুদণ্ড—শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না।” তিনি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স. ম. আব্দুর রউপের মহৎ উদ্দেশ্যের কথা স্মরণ করে বলেন, তাঁর স্বপ্ন পূরণে সবাইকে একসাথে কাজ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *