সাংবাদিক তুহিন হত্যাকান্ডে জাতীয় সাংবাদিক সোসাইটি সাতক্ষীরা জেলা শাখার নিন্দা ও প্রতিবাদ
নাজমুল আলম মুন্না: গাজীপুরে প্রকাশ্যে জনসমক্ষে দুর্বৃত্তরা এক সাংবাদিক কে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে। বৃহস্পতিবার (৭ই আগস্ট) রাত ৮টার দিকে গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
ঘটনার সময় সাংবাদিক তুহিন একটি চায়ের দোকানে বসে ছিলেন। নিহত সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন (৩৮) দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন। তিনি ময়মন সিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। তুহিন দুই ছেলে ও স্ত্রী নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।
জানা গেছে, চান্দনা চৌরাস্তা এলাকায় ফুটপাত ও দোকানপাট থেকে চাঁদাবাজি নিয়ে বৃহস্পতিবার বিকেলে লাইভ করেন। এরপর রাত ৮টার দিকে নিজ ফেসবুকে একটি ভিডিও পোষ্ট করে লিখেন ‘যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য। গাজীপুর চৌরাস্তা’। এর পর তিনি মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন দুর্বৃত্তরা তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে লোকজনের সামনেই কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাসন থানার ওসি শাহীন খান জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। কি কারণে এ খুনের ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা চলছে। এর আগে গাজীপুরে আরেক সাংবাদিক আনোয়ার হোসেনের হাত-পা থেঁতলে দিয়েছে দুর্বৃত্তরা। একইদিনে দুই ঘটনা।
এঘটনায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন জাতীয় সাংবাদিক সোসাইটি সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন সংগঠনের সভাপতি মোঃ তৌফিকুজ্জামান লিটু, সহ সভাপতি মোঃ সাইফুল আজম খান, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল আলম মুন্না, সহ সাধারণ সম্পাদক জিএম সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আতিয়ার রহমান, অর্থ সম্পাদক মোঃ মনিরুজ্জামান, দপ্তর সম্পাদক মোঃ জাকির হোসেন জনি, প্রচার সম্পাদক মোঃ ওয়াইজ কুরনী, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক শেখ মনিরুল ইসলাম, নির্বাহী সদস্য গাজী হাবিব, আজমাইন ইখতেদার তুরাজ, মোঃ কামাল হোসেন, শাহানারা খাতুন রিনা, মোঃ রুস্তম আলী, রাহুল দত্ত, মোঃ আরিফুর রহমান প্রমুখ।