সাতক্ষীরায় বিজিবির অভিযানে ২১ বোতল মদসহ প্রায় ৮ লক্ষ টাকার মালামাল জব্দ
গাজী হাবিব: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২১ বোতল ভারতীয় মদসহ প্রায় আট লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
সোমবার (৪ আগস্ট) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ তলূইগাছা, কাকডাঙ্গা, চান্দুরিয়া, ভোমরা, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প, কুশখালী, পদ্মশাখরা এবং মাদরা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা থেকে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসব ভারতীয় মালামাল আটক করা হয়।
বিজিবি সুত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তলূইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল ২১ বোতল ভারতীয় মদ আটক করে।
এছাড়াও, কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল ২ লাখ ৭৫ হাজার টাকার ভারতীয় শাড়ি ও ঔষধ, চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল ৩১ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর আভিযানিক দল ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কুশখালী বিওপির বিশেষ আভিযানিক দল ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, পদ্মশাখখরা বিওপির বিশেষ আভিযানিক দল ২৮ হাজার টাকা মূল্যের ভারতীয় বোরকা ও মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল ২৮ হাজার টাকা মূল্যের ভারতীয় বোরকা আটক করে।
এছাড়াও, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।
বিজিবি অধিনায়ক জানান, উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা ও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।