গঠনতন্ত্র অনুসারে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি পরিচালনার দাবিতে সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির গঠনতন্ত্র লঙ্ঘনের প্রতিবাদে এবং সমিতি পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ আগস্ট) দুপুর ২টায় সাতক্ষীরা পাবলিক প্রসিকিউটর অফিসে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির নির্বাচিত যুগ্ম সম্পাদক আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ নুরুল আমিন। তিনি অভিযোগ করেন, সমিতির কার্যক্রম গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হচ্ছে না। তিনি বলেন, “ক্রয় কমিটির দায়িত্ব গঠনতন্ত্র অনুযায়ী যুগ্ম সম্পাদকের হলেও কয়েক লক্ষ টাকার সামগ্রী কেনা হয়েছে আমাকে কিছু না জানিয়েই। এটি গঠনতন্ত্র পরিপন্থী।”
তিনি আরও অভিযোগ করেন, আইনজীবী সমিতির আয় থাকলেও আইনজীবীদের সঞ্চয় তহবিলে নিয়মিত অর্থ প্রদান করা হচ্ছে না এবং লভ্যাংশ দেওয়া হচ্ছে না। নতুন আইনজীবীদেরও সঞ্চয় তহবিল গঠনে অবহেলা করা হচ্ছে।
অ্যাডভোকেট নুরুল আমিন বলেন, “আইনজীবী সমিতির সাধারণ সদস্যরা এই বিষয়ে ইতোমধ্যে সচেতন হয়েছেন। অবিলম্বে সঞ্চয় তহবিলের অর্থ জমা প্রদান না করলে সাধারণ আইনজীবীরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।”
তিনি আরও দাবি করেন, “যে যার নির্বাচিত দায়িত্ব রয়েছে, তাকে সেই দায়িত্ব যথাযথভাবে বুঝিয়ে দিতে হবে। কিন্তু কিছু কর্তাব্যক্তি খেয়াল খুশিমতো গঠনতন্ত্র লঙ্ঘন করে কার্যক্রম চালাচ্ছেন, যা আত্মসম্মানের পরিপন্থী।”
গঠনতন্ত্রের ১৪ নম্বর পাতার (ঘ) ধারার উল্লেখ করে তিনি বলেন, “যুগ্ম সম্পাদকের ক্ষমতা লঙ্ঘন করে যেভাবে এককভাবে ব্যয় ও ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তা সম্পূর্ণ বেআইনি ও অনৈতিক।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাড. শেখ আব্দুস সাওয়ার, সরকারি কৌঁসুলি অ্যাড. অসীম কুমার মণ্ডল, নারী ও শিশু আদালতের বিশেষ পিপি অ্যাড. শেখ আলমগীর আশরাফ, সমিতির কোষাধ্যক্ষ অ্যাড. শেখ সিরাজুল ইসলাম, নির্বাচিত সদস্য অ্যাড. আসাদুর রহমান বাবু, অ্যাড. সুনিল কুমার ঘোষ এবং সাবেক কোষাধ্যক্ষ ও যুগ্ম সম্পাদক অ্যাড. মোঃ আকবর আলী।
এছাড়া উপস্থিত ছিলেন অ্যাড. এ.বি.এম. সেলিম, অ্যাড. গোবিন্দ চন্দ্র বল্লভ, অ্যাড. আলতাফ হোসেন, অ্যাড. মিজানুর রহমান বাপ্পী, অ্যাড. শাহরিয়ার হাসিব, অ্যাড. এস.এম. সোহরাব হোসেন বাবলু, অ্যাড. তোহা কামাল উদ্দিন হীরা, অ্যাড. সরদার সাইফ, অ্যাড. আবু সাইদ রাজা, অ্যাড. জি.এম. ফিরোজ আহমেদ, অ্যাড. জাহাঙ্গীর আলম, অ্যাড. ইমরান শাওন, অ্যাড. তারিফ ইকবাল অপু, অ্যাড. রেজাউল ইসলাম, অ্যাড. রফিকুল ইসলাম খোকন, অ্যাড. সাইফুল ইসলাম সোহেল, অ্যাড. ওয়ালীউল্লাহ, অ্যাড. আইয়ুব আলী প্রমুখ।
সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, অনিয়মের প্রতিবাদে প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।