অনলাইনরাজনীতিশ্যামনগরসাতক্ষীরা জেলা

শ্যামনগরে কৈখালী ইউপি চেয়ারম্যানের সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান 

শ্যামনগর প্রতিনিধি : বিগত আওয়ামী সরকারের মদদপুষ্ট প্রধান শিক্ষক মোঃ আবুল বাশার এর হত্যাকারী আপদ মস্তক দুর্নীতিবাজ, নারী ধর্ষণকারী, সরকারি পানির ড্রম, ঘর বরাদ্দ, বিভিন্ন প্রকল্পের নামে টাকা আত্মসাৎ তথ্য সেবায় হয়রানি, বিভিন্ন অনুদান ও কার্ড বিতরণ স্বজন প্রীতি সহ ইউনিয়ন পরিষদে রাত্রি যাপনকালীন অনৈতিক কর্মকান্ডের অভিযোগে অপসারণ দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে ৫নং কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিমের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শ্যামনগর উপজেলার ৫নং কৈখালী  ইউনিয়নের ইউপি চেয়ারম্যানের সীমাহীন দুর্নীতি স্বজনপ্রীতি আত্মীয় করনের বিরুদ্ধে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেছে।

রবিবার ৮ সেপ্টেম্বর সকাল ১১ টায় প্রেসক্লাব চত্বরে ৫নং কৈখালী ইউনিয়নের সর্বস্তরের জনগণ আয়োজনে শত শত নারী পুরুষের উপস্থিতে মানববন্ধন বক্তব্য রাখেন,কৈখালী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মাহাবুব আজাদ খোকন,সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, গাজী শাহ আলম চেয়ারম্যান প্রার্থী , ইউপি সদস্য আজগর আলী, ফজলুল রহমান,আমিনুর মল্লিক,দেলোয়ার হোসেন, আইয়ুব হোসেন, ৮নং ওয়ার্ড বিএনপির নেতা মোঃ রফিকুল ইসলাম, কৈখালী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সহ সভাপতি আক্তার হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিমের সীমাহীন দুর্নীতি স্বজনপ্রীতি কারণে ইউনিয়নের অসহায় পরিবার ও হতদরিদ্র মানুষগুলি সরকারে সকল সেবা থেকে বঞ্চিত হয়েছে।তার নিজস্ব ক্ষমতা বলে রেশন কার্ড, ভিজিডি কার্ড,জেলে কার্ড একই পরিবারের ৪ জন আবার কোন পরিবারে কাজ থেকে অর্থ নিয়ে কার্ড বেচাকেনা ও পানির ড্রাম দেওয়ার নাম করে ৫থেকে ৭ হাজার টাকা করে নিয়েছে।তাই আমরা উপজেলা প্রশাসনের মাধ্যমে  ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিমকে অপসারণ দাবি করছি।মানববন্ধন শেষে কৈখালী ইউনিয়ন বাসীর পক্ষ থেক উপজেলা নির্বাহী অফিসার কাছে স্মারকলিপি প্রদান করেন।

এবিষয়ে কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিমের কাছে জানতে চাইলে তিনি বলেন,আমি টানাদুই বার সুনামের সাথে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন আসছি। আমার ইউনিয়নে রেশন কার্ডের ডিলারদের দায়িত্ব পান ২০১৬ সালে সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল করিম, তার ভগ্নিপতি মুজিবুর রহমান,তার ছোট ভাই আবুল কালাম শুভ,আনারুল ইসলাম।

২০১৪ সালে শেখ হাসিনার সরকার গঠনের পরে সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি এস এম জগলুল হায়দার দায়িত্ব নেওয়ার পর থেকে কৈখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান রেজাউল করিমের ক্ষমতার দাপটে ডিজিএফ কার্ডের ডিলারদের দায়িত্ব থেকে সরানো সম্ভব হয়নি। এ বিষয়ে ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যদের স্বাক্ষরিত দরখাস্তের ভিত্তিতে আমি জজকোর্টে বাদী হয়ে মামলা করেছি যাহার নং-০২ যেটি চলমান রয়েছে। যার কারনে আমাকে ইউনিয়ন বাসীর কাছে ভাবমূর্তি নষ্ট করার জন্য একটি মহল আমার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলকভাবে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে। যার কোন সত্যতা নেই এবং এর সাথে আমি কোন ভাবে জড়িত নয়। তদন্ত সম্পর্কে সেটি প্রমাণিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *