শিক্ষাঙ্গনসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরা সদরের খেজুরডাঙ্গা হাইস্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার: ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ পাস করে গৌরবজনক সাফল্য অর্জন করেছে সাতক্ষীরা সদর উপজেলার খেজুরডাঙ্গা আর.কে. মাধ্যমিক বিদ্যালয়। এই সাফল্য উদযাপন ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ শিহাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম।

এসময় তিনি বক্তব্যে বলেন, “ভালো হলে সবার চেয়ে ভালো হতে হবে, আর খারাপ হলে সবার চেয়ে খারাপ—যাতে মানুষ চিনতে পারে। তবে আমাদের লক্ষ্য হওয়া উচিত আলোকিত মানুষ হওয়া। আমরা সকলে আলোকিত মানুষ হতে চাই এবং আলোকিত মানুষ হতেই হবে।”

তিনি আরও বলেন— “খারাপ বন্ধু বা খারাপ মানুষের সঙ্গে চললে নিজের ভবিষ্যৎ বিপন্ন হতে পারে। তাই সব সময় ভালো সঙ্গ ও সৎ পথে চলার চেষ্টা করতে হবে।”

তিনি সাতক্ষীরার কৃতী সন্তান ক্রিকেটার মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার ও ফুটবলার প্রান্তির উদাহরণ দিয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন এলাকার ও দেশের গৌরব বাড়ানোর আহ্বানে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সানজিদা খাতুন, প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান।

অনুষ্ঠানে এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের মায়েদের গলায় সম্মাননা মেডেল পরিয়ে দেয়া হয়, যা উপস্থিত সকলকে আবেগাপ্লুত করে তোলে। অভিভাবকদের এমন সম্মাননা সমাজে ইতিবাচক বার্তা দেয়—একজন সন্তানের সফলতার পেছনে মায়ের অবদান কতটা গুরুত্বপূর্ণ।

কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানটি শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *