কালিগঞ্জে অজ্ঞান পার্টির তাণ্ডবে আরো একটি পরিবার অচেতন, সর্বস্ব লুটপাট
তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে এক ভয়ঙ্কর অজ্ঞান পার্টির হামলায় পুরো একটি পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। সোমবার (২৮ জুলাই) গভীর রাতে দক্ষিণ শ্রীপুর গ্রামের বিএনপি নেতা জুলফিকার আলীর বাড়িতে চেতনানাশক স্প্রে ছিটিয়ে স্বামী-স্ত্রীকে অজ্ঞান করে সর্বস্ব লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
প্রতিদিনের মতো রাতের খাবার শেষে জুলফিকার আলী (৬২) ও তার স্ত্রী ঘুমিয়ে পড়েন। বাড়িতে আর কেউ না থাকায় এ সুযোগে দুর্বৃত্তরা ঘরের জানালা দিয়ে চেতনানাশক স্প্রে করে দম্পতিকে অজ্ঞান করে ফেলে। পরে ঘরের দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে নগদ অর্থ, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়।
পরদিন সকাল পর্যন্ত কেউ ঘুম থেকে না উঠায় প্রতিবেশীরা সন্দেহবশত ডাকাডাকি শুরু করেন। একপর্যায়ে তারা ঘরে ঢুকে গৃহকর্তা ও তার স্ত্রীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। দ্রুত তাদের উদ্ধার করে নলতা ডায়াবেটিক হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তারা এখনও মৃত্যুর সঙ্গে লড়ছেন।
স্থানীয় বাসিন্দা বিলাল, আলামিন ও রহিম জানান, বাড়ির চারপাশে নিরাপত্তা ব্যবস্থা না থাকায় দুর্বৃত্তরা সহজেই ঘটনাটি ঘটাতে সক্ষম হয়। ভুক্তভোগী জুলফিকার আলী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ছিলেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, এখনো অভিযোগ পাওয়া যায়নি, তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি, অজ্ঞান পার্টি প্রতিরোধে পুলিশ প্রশাসনকে আরও তৎপর হওয়া প্রয়োজন।