সাংবাদিকতায় প্রযুক্তির ছোঁয়া: পিআইবিতে মোবাইল সাংবাদিকতায় প্রশিক্ষণ
নিজস্ব প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও প্রযুক্তিনির্ভর সাংবাদিকতা চর্চাকে আরও কার্যকর করতে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী আবাসিক মোবাইল সাংবাদিকতা (MoJo) প্রশিক্ষণ কর্মশালা।
রাজধানীর পিআইবি সেমিনার কক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় ২৪ থেকে ২৬ জুলাই ২০২৫ পর্যন্ত। এতে দেশের বিভিন্ন জেলা থেকে আগত নির্বাচিত ২৭ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও ধারণ, সম্পাদনা, স্ক্রিপ্ট রচনা, ভয়েস ওভার, ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট-চেকিং বিষয়ে হাতে-কলমে আধুনিক সাংবাদিকতার কৌশল শেখানো হয়।
প্রশিক্ষণ কর্মশালায় সাতক্ষীরা জেলা থেকে অংশ নেন দৈনিক আলোকিত সকালের বিশেষ প্রতিনিধি জাহাঙ্গীর সরদার। প্রশিক্ষণ শেষে তাঁর হাতে সনদপত্র তুলে দেন চলতি দায়িত্বে থাকা তথ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।
প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ মাহফুজ আলম এবং বিশেষ অতিথি ছিলেন সচিব মাহবুবা ফারজানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ।
কোর্স কো-অর্ডিনেটর ও প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন পিআইবির প্রশিক্ষক মোঃ শাহ আলম সৈকত। এছাড়াও পিআইবির গবেষণা বিভাগের সিনিয়র অফিসার গোলাম মোর্শেদ একটি সেশন পরিচালনা করেন। প্রশিক্ষণে পিআইবির অন্যান্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরাও অংশ নেন।
মোবাইল সাংবাদিকতা সম্পর্কে প্রশিক্ষকরা বলেন, “MoJo হলো এমন এক সাংবাদিকতা পদ্ধতি, যেখানে স্মার্টফোন বা হালকা ডিভাইস ব্যবহার করে তাৎক্ষণিকভাবে সংবাদ সংগ্রহ, সম্পাদনা ও সম্প্রচার করা সম্ভব। এটি মাঠপর্যায়ের সাংবাদিকতার জন্য অত্যন্ত কার্যকর।”
পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, “এই প্রশিক্ষণ সময়োপযোগী ও বাস্তবমুখী। মোবাইল সাংবাদিকতা মাঠ সাংবাদিকতায় একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হবে।”
অনুষ্ঠান শেষে সারাদেশ থেকে আগত প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।