অপরাধযশোরশার্শাসাতক্ষীরা জেলা

শার্শায় ৬০ পিস ইয়াবা ও ১ লাখ ৭৮ হাজার টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

হাসানূল কবীর, শার্শা: যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া থেকে ৬০ পিচ ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়ের ১ লাখ ৭৮ হাজার টাকা ও মাদক বহনের কাজে ব্যবহৃত একটি ইজিবাইক সহ মকবুল (৩২) ও আব্দুল আলিম (৩৮) নামে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক মকবুল উপজেলার বসতপুর ২নং কলোনী গ্রামের কাশেম শেখের ছেলে এবং আব্দুল আলিম একই গ্রামের আব্দুল খালেকের ছেলে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ২টার দিকে তাদেরকে আটক করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই গোরা চাঁদ দাস সঙ্গীয় ফোর্সের সহায়তায় বাগআঁচড়া থেকে বসতপুরগামী রাস্তায় মনোয়ারা অটো রাইচ মিলের সামনে থেকে একটি ইজিবাইক সহ তাদেরকে আটক করে। পরে তাদের দুইজনের দেহ তল্লাশি করে ৬০ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের ১ লাখ ৭৮ হাজার টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *