বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে জাতীয় সাংবাদিক সোসাইটির শোক ও দোয়ানুষ্ঠান
ঢাকার উত্তরার দিয়াবাড়ীতে অবস্থিত মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ২১ জুলাই সোমবার মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে এক দোয়ানুষ্ঠানের আয়োজন করেন জাতীয় সাংবাদিক সোসাইটি সাতক্ষীরা জেলা শাখা।
বৃহস্পতিবার সন্ধায় সংগঠনের কার্যালয়ে মর্মান্তিক এই বিমান দুর্ঘটনায় আহত ও নিহত সকল শিক্ষক ও শিক্ষার্থীর পরিবারগুলোকে আল্লাহ যেন ধৈর্য্য ও সহনশীলতা দান করেন এই কামনা করে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন জাতীয় সাংবাদিক সোসাইটি সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন সংগঠনের সভাপতি মোঃ তৌফিকুজ্জামান লিটু, সহ সভাপতি মোঃ সাইফুল আজম খান, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল আলম মুন্না, সহ সাধারণ সম্পাদক জিএম সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আতিয়ার রহমান, অর্থ সম্পাদক মোঃ মনিরুজ্জামান, দপ্তর সম্পাদক মোঃ জাকির হোসেন জনি, প্রচার সম্পাদক মোঃ ওয়াইজ ক্রোনী, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক শেখ মনিরুল ইসলাম, নির্বাহী সদস্য গাজী হাবিব, আজমাইন ইখতেদার তুরাজ, মোঃ কামাল হোসেন, শাহানারা খাতুন রিনা, মোঃ রুস্তম আলী, রাহুল দত্ত, মোঃ আরিফুর রহমান প্রমুখ।