শার্শায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
হাসানূল কবীর, শার্শা: যশোরের শার্শা উপজেলাধীন নাভারণ বুরুজবাগান এলাকা থেকে ৭৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আশরাফুজ্জামান মিন্টু (৪৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শার্শা থানা পুলিশ। আটক মিন্টু চৌগাছা থানার জাহাঙ্গীরপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।
রবিবার (১৯ জুলাই) সন্ধ্যা ৭টার সময় তাকে আটক করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, নাভারণ বুরুজবাগান থেকে ৭৫ পিচ ইয়াবাসহ আশরাফুজ্জামান মিন্টু নামে এক মাদক ব্যবসায়ীকে গতকাল সন্ধ্যায় আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।