অনলাইনকালিগঞ্জসাতক্ষীরা জেলা

কালিগঞ্জ টু কৃষ্ণনগর সড়কের শ্রীধরকাটি অংশে ভাঙা কালভার্টে চরম ভোগান্তি

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ থেকে কৃষ্ণনগর গামী দুই লেনের নতুন সড়কের শ্রীধরকাটি শেখ পাড়া হাফিজুর এর মুদি দোকান সংলগ্ন স্থানে সড়কের অবস্থা বর্তমানে একেবারেই করুণ।

রবিবার (২০ জুলাই) বেলা ১১টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, দীর্ঘদিনের পুরনো একটি কালভার্ট এখন এলাকাবাসীসহ আশেপাশের ৩টি ইউনিয়নের মানুষের চলাচলে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

জানা যায়, আনুমানিক ১৯৯৪ সালের দিকে কৃষিকাজে উন্নয়নের স্বার্থে স্থানীয়ভাবে মৃত: শেখ হাজির উদ্দিনের জমিতে একটি ডিপ মেশিন স্থাপন করা হয়। তখন আশপাশের মাঠ ও বিলসমূহে সেচ সুবিধা নিশ্চিত করতে সিমেন্টের পাইপ বসিয়ে গ্রামবাসীর উদ্যোগে একটি কালভার্ট নির্মাণ করা হয়। যদিও কয়েক বছরের মধ্যেই সেই ডিপ মেশিন কার্যক্রম বন্ধ হয়ে যায়।পরবর্তীতে ঐ কালভার্টটি একটি স্যলো মেশিনের মালিক দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছেন।

কিন্তু সম্প্রতি মাস খানেক ধরে টানা ভারী বৃষ্টিপাত এবং জলের প্রবল চাপের ফলে নিম্নমানের নির্মাণসামগ্রীতে তৈরি এই কালভার্টটি ভেঙে পড়ে, সৃষ্টি হয়েছে সড়ক বিপর্যয়। এলাকার লোকজন প্রতিনিয়তই জীবনের ঝুঁকি নিয়ে এ পথ অতিক্রম করছেন।

স্থানীয়দের দাবি, দ্রুত এই কালভার্টটি নতুনভাবে নির্মাণ না করলে কৃষি, শিক্ষা ও চিকিৎসা সেবা সহ সাধারণ যাতায়াতে বড় ধরনের ভোগান্তি আরও বাড়বে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রত্যাশা করছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *