কালিগঞ্জখেলাধূলাসাতক্ষীরা জেলা

কালিগঞ্জের মৌতলায় প্রীতি ফুটবল ম্যাচ: ইলেকট্রিশিয়ান দলের জয়

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের নামাজগড় ফুটবল মাঠে “মাদককে না বলি, ফুটবলকে উৎসাহিত করি ও শান্তিপূর্ণ সমাজ গড়ি” এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচ।

শুক্রবার (১৮ জুলাই) বিকাল ৫টায় মৌতলা বাজার ইলেকট্রিশিয়ান এন্ড প্লাম্বার এর যৌথ উদ্যোগে আয়োজিত ফুটবল ম্যাচ-২৫ এর শুভ উদ্বোধন করেন সাবেক সেনা সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী ও মৌতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শেখ জাহাঙ্গীর আলম।

ম্যাচে মুখোমুখি হয় দুটি শক্তিশালী দল ইলেকট্রিশিয়ান সবুজ দল ও প্লাম্বার লাল-সাদা দল। জমজমাট প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে বিজয়ী হয় সবুজ দল।

পুরো ম্যাচটি দক্ষতার সঙ্গে পরিচালনা করেন সাবেক সেনা সদস্য ও সেনাবাহিনীর প্রাক্তন গোলকিপার মো. শাহিন।

খেলায় জার্সি স্পন্সর হিসেবে সহযোগিতা করেন মেসার্স ভাই ভাই স্যানিটারি ও মৌতলা টাইলস সেন্টারের প্রোভাইটার শেখ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী খাঁন ইকরাবুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মারুফ হোসেন, ইউপি সদস্য বাবু,ব্যবসায়ী মীর জাহাঙ্গীর ও ডাবলু কাজী, মানবাধিকার কর্মী ও সাংবাদিক আনসার উদ্দিন লাবলু, উদীয়মান ফুটবলার কাজী রফিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই প্রীতি ফুটবল ম্যাচ এলাকাবাসীর মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দ ছড়িয়ে দেয় এবং সামাজিক সচেতনতার এক দৃষ্টান্ত স্থাপন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *