সাতক্ষীরা সীমান্ত থেকে প্রায় ১১ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা প্রায় এগারো লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
শুক্রবার সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ কাকডাঙ্গা, বৈকারী, কালিয়ানী, ভোমরা, সুলতানপুর, গাজীপুর, তলুইগাছা, মাদরা, হিজলদী, ঝাউডাঙ্গা বিশেষক্যাম্প, ঘোনা, চান্দুরিয়া, কুশখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসব ভারতীয় মালামাল আটক করে।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর থানাধীন কেড়াগাছি ও গেড়াখালী নামক স্থান হতে ১,৬০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও শাড়ি আটক করে। তলূইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া থানাধীন চারাবাড়ি নামক স্থান হতে ১,৭৫,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সদর থানাধীন লক্ষীদাড়ি-১ নামক স্থান হতে ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কুশখালী বিওপির বিশেষ আভিযানিক দল সদর থানাধীন শ্শ্বান নামক স্থান হতে ৩৫,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া থানাধীন ভাদিয়ালী নামক স্থান হতে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আভিযানিক দল সদর থানাধীন চেকপোস্ট এলাকা নামক স্থান হতে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল সদর থানাধীন কাদপুর নামক স্থান হতে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া থানাধীন আমবাগান নামক স্থান হতে ৭০,০০০ টাকার ভারতীয় ঔষধ আটক করে। গাজীপুর বিওপির বিশেষ আভিযানিক দল সদর গাজীপুর নামক স্থান হতে ৩৫,০০০ টাকার ভারতীয় ঔষধ আটক করে। বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল সদর ছয়ঘরিয়া নামক স্থান হতে ৩৫,০০০ টাকার ভারতীয় ঔষধ আটক করে। কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল সদর কালিয়ানী মাঠ নামক স্থান হতে ৭০,০০০ টাকার ভারতীয় ঔষধ আটক করে। সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল সদর তালসারি নামক স্থান হতে ১,০৫,০০০ টাকার ভারতীয় ঔষধ আটক করে। এছাড়াও, ঘোনা বিওপির বিশেষ আভিযানিক দল সদর তালসারি নামক স্থান হতে ৭০,০০০ টাকার ভারতীয় ঔষধ আটক করে। তারা সর্বমোট ১০,৯৭,০০০/- (দশ লক্ষ সাতানব্বই হাজার) টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করে।
বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।