কালিগঞ্জে কিশোর -কিশোরীদের ফুটবল প্রশিক্ষণ
তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: সাতক্ষীরা জেলার পাঁচটি উপজেলার মধ্যে কালিগঞ্জে কিশোর-কিশোরীদের সুস্থতা ও জীবন দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ফুটবল প্রশিক্ষণ ভিত্তিক একটি ব্যতিক্রমধর্মী কর্মসূচির সূচনা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) সকাল ৯টা থেকে দক্ষিণ শ্রীপুর, মথুরেশপুর এবং ভাড়া শিমলা ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের মাঠে ‘ব্রেকিং দ্য সাইলেন্স’ এর আয়োজনে এবং TDH (টিডিএইচ)-এর সহায়তায় শুরু হয় এ কার্যক্রম।
উদ্বোধনী দিনে উপজেলা পর্যায়ের কো-অর্ডিনেটর আহকাম সাইফুল্লাহ উপস্থিত থেকে প্রশিক্ষণের শুভ সূচনা করেন। তিনি জানান, ২০২৫ সালের ১ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত চলমান এ সেশনে কালিগঞ্জ উপজেলার মোট ৫৪০ জন কিশোর-কিশোরী অংশ নিচ্ছে। পুরো কর্মসূচিতে জেলার পাঁচটি উপজেলায় প্রায় ২৭০০ জন কিশোর-কিশোরী অংশগ্রহণ করছে।
আহকাম সাইফুল্লাহ বলেন, শিশু-কিশোরদের শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। ফুটবল খেলাকে কেন্দ্র করে কিশোরদের মধ্যে নেতৃত্বগুণ, আত্মবিশ্বাস, পারস্পরিক সম্মান ও দায়িত্ববোধ তৈরি হচ্ছে, যা ভবিষ্যতে তাদের সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখতে সহায়তা করবে।
আয়োজকদের মতে, এই উদ্যোগ কিশোরদের মাঝে সুস্থ বিনোদন ও সামাজিক মূল্যবোধ তৈরিতে সহায়ক হচ্ছে। পাশাপাশি, এটি মানসিক স্বাস্থ্য, ব্যক্তিত্ব গঠন এবং সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাতক্ষীরার কিশোরদের জন্য এ কর্মসূচি যেন এক নতুন দিগন্তের সূচনা।