সদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় জুলাই শহীদ দিবস উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা

স্টাফ রিপোর্টার: জুলাই শহিদ দিবস’ উপলক্ষে রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে জুলাই শহিদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ জুলাই) বেলা ১১ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নিরাবতা পালনের মধ্য দিয়ে এ আলোচনা সভার শুরু করা হয়।

সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. মোস্তাক আহমেদ। এসময় ‘জুলাই গণঅভ্যুত্থানের পোস্টকার্ড বিতরন করা হয়।

আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, জুলাই যোদ্ধাদের আন্দোলন- সংগ্রাম-আত্মত্যাগ আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য অনুকরণীয় আদর্শ। জুলাই শহীদদের আদর্শেই আমরা সাম্যের, ন্যায়ের এবং বৈষম্যহীন সমাজ তথা রাষ্ট্র বিনির্মাণ করতে পারি।

এসময় আরো বক্তব্য রাখেন, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত হাসান খান, জেলা জামায়াতে আমীর শহিদুল ইসলাম মুকুল, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) মোঃ সাইফুল ইসলাম, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা আহবায়ক আরাফাত হোসেনসহ জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যবৃন্দ।

বক্তারা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, এই দিবস আমাদের মনে করিয়ে দেয়, স্বাধীনতা ও অধিকার আদায়ের সংগ্রামে আত্মত্যাগ কখনো বৃথা যায় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *