শ্যামনগরে বজ্রপাতে প্রাণ গেল কালিগঞ্জের চিংড়ী চাষী সুভাষের
ইসমাইল হোসেন, শ্যামনগর: শ্যামনগরে বজ্রপাতে সুভাষ মালো (৪০) নামে এক চিংড়ি চাষির মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি কালীগঞ্জ উপজেলার রতনপুর গ্রামের শিবপদ মালোর ছেলে।
মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ৭টার দিকে শ্যামনগর উপজেলার চিংড়াখালি গ্রামে নিজ ঘেরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের শিকার হন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
স্থানীয় বাসিন্দা আব্দুর রউফ জানান, সুভাষ মালো দীর্ঘদিন ধরে চিংড়াখালি এলাকায় ১০ বিঘা জমি লিজ নিয়ে বাগদা চিংড়ির চাষ করছিলেন। প্রতিদিন তিনি রতনপুর থেকে ভোরে এসে মাছের ঘেরে কাজ করতেন এবং মাছ ধরা শেষে বাড়ি ফিরে যেতেন। প্রতিদিনের মতো ঘেরে এসে মাছ ধরার সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা জানান, বজ্রপাতের শব্দ শুনে পাশের ঘেরের লোকজন ছুটে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পান। পরবর্তীতে বিষয়টি পুলিশকে জানানো হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, লোকমুখে আমরা বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। বিস্তারিত খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রাকৃতিক দুর্যোগে একজন শ্রমজীবী মানুষের এমন মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।