সদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরা ধুলিহরে পানিতে ডুবে কন্যা শিশুর মৃ’ত্যু

মেহেদী হাসান শিমুল: নানার বাড়িতে বেড়াতে যেয়ে পুকুরে পানিতে ডুবে খাদিজা নামে ৬ বছরের এক শিশুর কন্যার করুণ মৃত্যু হয়েছে। সে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর গোবিন্দপুর গ্রামের চায়ের দোকান দার মমিনুর রহমান মহিন গাজীর মেয়ে।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে সদর উপজেলা শিবপুর ইউনিয়নের ঝিটকি গ্রামে নানার বাড়ীতে এই ঘটনা ঘটে।

জানা গেছে, খাদিজা (৬) আজ বেলা ১২ টার সময় তার বোন আয়শা (৮ ) ও মায়ের সঙ্গে নানার বাড়ীতে বেড়াতে যায়। মঙ্গলবার দুপুরে সময় নানার বাড়ির পাশে খাদিজা খেলাধুলা করতে করতে সবার অজান্তে বাড়ির পাশে একটি পুকুরে পানিতে পড়ে যায় । খাদিজাকে পানিতে ভাসতে দেখে তার বোন আয়শা তাকে উদ্ধার করতে যেয়ে সেও পানিতে ডুবে যায়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করতে সক্ষম হয়। খাদিজা ঘটনা স্থলে মৃত্যুবরণ করেন । আয়েশাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্র চিকিৎসা সেবা নেন । সে এখন আশঙ্কা মুক্ত।

এদিকে মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে তাকে এক নজরে দেখার জন্য শত শত নারী পুরুষ ভীড় জমায়। এদিকে শিশু খাদিজার করুণ মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

তবে সম্প্রীতি বৃষ্টির ফলে ধুলিহর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের সব কবরস্থান ডুবে যাওয়ার কারণে মৃত খাদিজার বসত ভিটায় উঁচু যায়গায় তাকে দাফন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *